১৭ মার্চ, ২০১৮ ১৯:৪৭

জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।

'স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার বিকল্প নাই' শ্লোগানকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. জাহাঙ্গীর কবির খেলাটির উদ্বোধন করেন। 

খেলায় মেডিকেল অফিসার মেটানাল চাইল্ড পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাহ আলমের নেতৃত্বে একটি দল এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি দল অংশগ্রহণ করে।

১৬ ওভারের খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডা. মো. শাহ আলমের দল। এ সময় তারা ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করে। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডা. পলাশের দল ১৩.৪ওভারে সব উইকেট হারিয়ে ৭০ রান করে। এতে ডা. শাহ আলমের দল ৪৬ রানে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ডা. মো. শাহীন। 

এ সময় ডা. মাধবী রানী দাস, ডা. আলহাজ নজরুল ইসলাম, ডিভিশনাল সেল্স ম্যানেজার স্কয়ার ফার্মাসিউটিক্যালস বগুড়া মো. সাইফুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার দিনাজপুর মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলসহ অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। 

বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর