১৮ মার্চ, ২০১৮ ১১:২৬

দিনাজপুরে কয়েলের আগুনে ১৪ ঘর পুড়ে ছাই, ৭ গবাদি পশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কয়েলের আগুনে ১৪ ঘর পুড়ে ছাই, ৭ গবাদি পশুর মৃত্যু

দিনাজপুর বীরগঞ্জে ভয়াবহ আগুনে ১৪টি ঘরসহ ৭টি গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে বীরগঞ্জের পলাশবাড়ী ইউপির শাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গরুর ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে বীরগঞ্জের পলাশবাড়ী ইউপির শাহাপাড়া গ্রামের আফাজউদ্দিনের বাড়িতে গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আফাজউদ্দিনের ৩টি ঘর, ৪টি গরু, ৩টি ছাগল, মোঃ ফজুরের ৩টি ঘর, আমিনুল ইসলামের ৩টি ঘর, হাসেম আলীর ২টি ঘর, মান্নানের ২টি ঘর এবং তোহিদুলে ১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জানান, এ ঘটনায় ১৪টি ঘরসহ ৭টি গবাদি পশু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুর ঘরে কয়েলের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর তাদের সহযোগিতা করার আশ্বাস দেন। 


বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর