Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ মার্চ, ২০১৮ ১৪:২০ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ মার্চ, ২০১৮ ১৪:৩৩
পুলিশি বাধায় টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল পণ্ড, সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
পুলিশি বাধায় টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল পণ্ড, সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশি বাধার মুখে বিএনপি’র বিক্ষোভ মিছিল পণ্ড হলেও কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল নেতা শহীদ জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের প্রস্ততি নিয়ে ছিল।  

রবিবার সকালে কালো ব্যাজ ধারন করে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় কার্যালয়ের সেখানে সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow