১৮ মার্চ, ২০১৮ ১৭:১৩

দেশে যক্ষ্মায় ৭০ হাজার লোক মারা যায়

কুমিল্লা প্রতিনিধি:

দেশে যক্ষ্মায় ৭০ হাজার লোক মারা যায়

যক্ষ্মা রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, যক্ষ্মা রোগ একটি মারাত্মক ব্যাধি এবং ছোঁয়াচে রোগ। বর্তমানে প্রতিবছর বাংলাদেশে ৩ লক্ষ লোক যক্ষ্মায় আক্তান্ত হয় এবং ৭০ হাজার লোক মারা যায়। এই রোগ থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
নাটাব কুমিল্লা জেলা শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো.মজিবুর রহমান। কলেজের অধ্যক্ষ ড. একেএম এমদাদুল হকের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের  সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।
নাটাব কুমিল্লার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, দুপ্রক কুমিল্লার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.আতোয়ার রহমান, বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম প্রমুখ। সেমিনারে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর