শিরোনাম
১৮ মার্চ, ২০১৮ ১৮:৩৮

বগুড়ায় করতোয়া নদী রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় করতোয়া নদী রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচি

বগুড়ার করতোয়া নদী রক্ষায় দিনভর গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। জেলা পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজন আজ শহরের সাতমাথা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধি দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি। 

এতে সভাপত্বি করেন, জেলা পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি আনোয়ারুল করিম দুলাল। বক্তব্য রাখেন পৌর মেয়র একেএম মাহবুবুর রহমান, সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল, কবি বজলুর রহমান, পাউবোর নির্র্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আওয়ামী লীগনেতা রাগেবুল আহসান রিপু, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।  ‘নদী রক্ষায় শপথ নিন-করতোয়া বাঁচাও আন্দোলনে যোগ দিন’ স্লোগানকে সামনে রেখে নানা শ্রেণির মানুষ করতোয়া নদী রক্ষায় স্বাক্ষর দেন। 

বিরোধি দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি বলেন, করতোয়া নদী বগুড়াবাসীর প্রাণ। তাকে দখল, দূষণ, থেকে বাঁচাতে হবে। করতোয়া না বাঁচলে আমরা বাচবো না। করতোয়াকে বাঁচাতে যা যা করা প্রয়োজন সব করা হবে। তিনি এজন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর