১৮ মার্চ, ২০১৮ ১৮:৪৬

বাগেরহাটে ৫০ হিজড়াকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৫০ হিজড়াকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ

বাগেরহাটে বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।  আজ বিকালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে এ উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।

সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপী দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিনসহ দর্জি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় নিরাপদ আবাসন কেন্দ্রে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ বাগেরহাটের সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাটের সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রেজাউল আলম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর