শিরোনাম
১৯ মার্চ, ২০১৮ ২২:০৬

মাহফিলের খিচুড়ি খেয়ে শিশুসহ ২৫ জন হাসপাতালে ভর্তি

ঝালকাঠি প্রতিনিধি:

মাহফিলের খিচুড়ি খেয়ে শিশুসহ ২৫ জন হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে কমপক্ষে ২৫ জন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম ফরহাদ জানান, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটে ব্যথায় ভুগছে। খাদ্যের বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে চিকিৎসক বলেন, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

রোগী ও তাদের স্বজনরা জানান, গতকাল রবিবার রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর মাদ্রাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সম্পন্ন হওয়ার পর শেষে রাতে তবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়।  তবে অনুষ্ঠানে অংশ নেয়া শিশুসহ অনেকেই আজ সকালে সেই খিচুড়ি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপালাতের ভর্তি খাতায় শিশুসহ ২০ জনের নাম পাওয়া যায়। 

এরা হলেন, মুক্তা আক্তার (১১), রিয়া আক্তার (১০), শিহাব হোসেন (৬), মেরিনা আক্তার (১১), লিজা আক্তার (৬), রনি (৬), জাকারিয়া হোসেন (৪), কহিনুর বেগম (২০), লামিয়া বেগম (২২), মাহফুজ হোসেন (৭), লিমা বেগম ( ১৯), লাইজু বেগম (৩৮), মফিজুল হাসান (৯), সালেহা বেগম (৬৫), তাজমিম আক্তার (৭), শিফাতুল্লাহ (৯), তাহিরা আক্তার (৪), জাহাঙ্গীর হোসেন (৪৫), আছিয়া বেগম (২৫) ও আলম হাওলাদার (৪০)। তবে অসুস্থ হওয়ার সংখ্যা আরো বেশি বলে স্থানীয়রা জানায়। 

কুতুবনগর মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, এখানে তবারক খেয়েছে দুই হাজারের বেশি মানুষ।  আর অসুস্থ হয়েছে মাত্র কয়েক জন। খাবারের সমস্যার কারণে নয়। গরমের কারণে অনেকে অসুস্থ হতে পারে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর