২০ মার্চ, ২০১৮ ০৯:৩৩

প্লেন দুর্ঘটনায় নিহত পলাশের মরদেহ গ্রামের বাড়িতে

অনলাইন ডেস্ক

প্লেন দুর্ঘটনায় নিহত পলাশের মরদেহ গ্রামের বাড়িতে

নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের মতিউর রহমান পলাশের মরদেহ মঙ্গলবার সকালে নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

এর আগে সোমবার বিকেল ৪টা ৫মিনিটে পলাশসহ ২৩টি মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ কার্গো বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ওই ২৩ মরদেহ নিয়ে যাওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে নিহতদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পলাশের মরদেহ বুঝে নেন বড় ভাই মোকছেদুর রহমান।

পরে পলাশের মরদেহ তার কর্মস্থল রানা মোবাইলস লিমিটেডে নেওয়া হলে সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে নেপালের কাঠমান্ডুতে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত পলাশের বড় ভাই মোকছেদুর রহমান জানান, রাজধানীতে সব প্রক্রিয়া শেষে সোমবার মধ্যরাতে পলাশের বাড়িতে নিয়ে আসা হবে। পরে সকাল ১০টায় মীর বাড়ির সামনে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর