২০ মার্চ, ২০১৮ ১৪:৪৩

ঐতিহাসিক সাফল্য উদযাপনে লক্ষ্মীপুরে ৫ দিনের কর্মসূচি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঐতিহাসিক সাফল্য উদযাপনে লক্ষ্মীপুরে ৫ দিনের কর্মসূচি

বাংলাদশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের স্বীকৃতি পাওয়ায় ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুরে জেলা তথ্য অফিস। সেখানে এ ঘোষণা দেয়া হয়।

এতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদণ্ড পূরণের স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় ১,২৭২ মার্কির ডলার। মানব সম্পদ সূচক স্কোর ৭২.৮। যা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে নির্দিষ্ট মানদণ্ডের চেয়েও বেশি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন। উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর