২০ মার্চ, ২০১৮ ১৪:৫৫

নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের নিন্ম মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষ্যে বরিশালে বিশাল বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর জিলা স্কুল মাঠ থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষণি শেষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান ও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. কামরুল আমীন সহ অন্যান্যরা।

এ উপলক্ষ্যে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর