২০ মার্চ, ২০১৮ ২১:৫০

নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

স্বল্পোন্নত দেশ থেকে এক ধাপ এগিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসন সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার হাসান পারভেজ লিখিত বক্তব্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এক ধাপ এগিয়ে উন্নত দেশে রুপ নিয়েছে বলে বিবরণ তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে উন্নত দেশে সীকৃতি পেতে সময় লাগবে আরো ৬ বছর। বাণিজ্যিকভাবে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা, নির্দিষ্ট সময়ে কর প্রদানসহ অর্থনৈতিক সফলতা ধরে রাখা ও ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিলেই উন্নত দেশে পৌঁছাব।   

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান। এসময় সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, সাংবাদিক আসাদুজ্জামান শামিম, গোলাম সারোয়ার সম্রাট, নবীন হাসান, বাপ্পী প্রমুখ।  


বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর