২০ মার্চ, ২০১৮ ২২:০৩

নাফ নদীতে ফের বিজিবি-বিজিপি যৌথ টহল

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার)

নাফ নদীতে ফের বিজিবি-বিজিপি যৌথ টহল

বাংলাদেশ-মিয়ানমার নাফনদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আবারও যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি সূত্র জানায়, নাফ নদীর দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৭ হতে বিআরএম-১১ পর্যন্ত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত বিজিপির সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, যৌথ টহলে টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ দমদমিয়া বিওপি নায়েব সুবেদার মো. লাল মিয়ায় নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পিড বোটযোগে এবং বিজিপির পক্ষে ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের Ywat Nyo Taung ক্যাম্পের Dy এর নেতৃত্ব ১০ সদস্যের একটি টহলদল ২টি পেট্রোল বোটযোগে যৌথ সমন্বয় টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে পরিচালনা করা হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ এবং ১৪ মার্চ ২ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি এবং টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে দুটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল।

বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর