২১ মার্চ, ২০১৮ ১৫:৫৯

সাতক্ষীরায় কষ্টি পাথরের মূর্তি বিক্রির সময় আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় কষ্টি পাথরের মূর্তি বিক্রির সময় আটক ১

কষ্টি পাথরের নকল মূর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কানু লাল সরকার নামে এক প্রতারককে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। আজ তালা উপজেলার কলাগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ওই বাড়ী তল্লাশি করে একটি নকল লক্ষ্মীমূর্তি ছাড়াও বেশ কিছু পরিমাণ তাম্রমুদ্রা ও পিতল-কাসার বাসনপত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলি আহমেদ হাশেমী জানান, কানু লাল সরকার তার কাছে একটি কোষ্টি পাথরের মূর্তি আছে দাবি করে বিক্রির নামে জনসাধারণের নিকট থেকে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল।
আজ সকালে ক্রেতা সেজে কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় কানুলাল তাদের সাথে মূর্তিটি বিক্রয়ের চুক্তি করেন। পরে নিজ ঘরের মাটির নিচ থেকে খুড়ে কালো পাথরের তৈরি একটি লক্ষ্মী মূর্তি উত্তোলন করে। এ সময় তাকে আটক করা হয়। 
কানু লাল তার অপরাধ স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর