২১ মার্চ, ২০১৮ ১৬:২৮

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তালা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তালা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তালা দিল ওই শাখার শিক্ষার্থীরা। বুধবার দুপুরের ল্যাব স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে এ তালা দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম, ২য় এবং ৩য় ব্যাচের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে নিজস্ব কোন ল্যাব নেই। অথচ প্রতি সেমিস্টারে তিনটি ল্যাব কোর্স থাকে এবং শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারে ল্যাবের জন্য খরচ প্রদান করে আসছে। দীর্ঘ বছর ধরে ওই বিভাগের শিক্ষার্থীরা ল্যাব সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন দাবির প্রেক্ষিতে ১মার্চ বিশ্বদ্যিালয়ের রেজিস্টার বরাবের ল্যাব স্থাপেনের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্মরকলিপিতে চলতি বছরের ৭ মার্চ পর্যন্ত সময় বেধে দেওয়া হয় ল্যাব স্থাপনের জন্য। কিন্তু বিশ্ববিদালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে শিক্ষার্থীরা ওই শাখায় তালা লগিয়ে ল্যাব স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করে।
এ ব্যাপারে  জানতে চাইলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অঞ্জন কুমার চাকমা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাব স্থাপনের দাবিতে ওই বিভাগে তালা দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আগামীকালের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর