২১ মার্চ, ২০১৮ ১৯:৫৬

সখীপুরে ৩৫ শিক্ষর্থীকে বেত্রাঘাত, শিক্ষক বরখাস্ত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে ৩৫ শিক্ষর্থীকে বেত্রাঘাত, শিক্ষক বরখাস্ত

টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণির ৩৫ ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় শাহআলম নামের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে উপজেলার বড়চওনা এলাকার শাহীন স্কুল এন্ড কোচিং সেন্টারে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণের মধ্যে ক্ষোভ ও উত্তেজণা বিরাজ করছে।
এলাকাবাসী ও অভিভাবকরা জানায়, সোমবার সকালে ওই স্কুলের দশম শ্রেণির ৪৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী নির্ধারিত সময়ের কিছু ক্ষণ পর ক্লাসে প্রবেশ করে। এছাড়াও ওই ৩৫ জন শিক্ষার্থী হোমওয়ার্কের খাতা জমা দিতে দেড়ি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ক্লাশ শিক্ষক শাহআলম মিয়া ওই ৩৫ জন শিক্ষার্থীকেই বেত্রাঘাত করে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
শিক্ষার্থী জাকিয়া সুলতানা রিয়া, শারমিন, মিনা, সুমী আক্তার ও মুক্তামণি জানান, ক্লাসে আসা মাত্রই শাহ আলম স্যার আমাদের মারপিট শুরু করে। আমাদের প্রত্যেককে দুই হাতের বাহুতে বেত্রাঘাত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক জালাল উদ্দিন ও হুমায়ুন কবীর বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর