২১ মার্চ, ২০১৮ ২১:১০

চুয়াডাঙ্গায় ‘ইউ রিং দ্যা বেল’ কর্মসূচি পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ‘ইউ রিং দ্যা বেল’ কর্মসূচি পালন

প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষার আওতায় আনার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ‘ইউ রিং দ্যা বেল’ নামক এক প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে। আজ চুয়াডাঙ্গা শহরের রাহেলা খাতুল বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এক মিনিট বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে ঘণ্টাধ্বনি বাজান।

বিশ্বব্যাপী এ ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় একটি বেসরকারি সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহরের রাহেলা খাতুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা প্রত্যাশার সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক গিয়াস উদ্দিন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর