২১ মার্চ, ২০১৮ ২২:০১

এবার সেই স্কুলে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি

কুমিল্লা প্রতিনিধি

এবার সেই স্কুলে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি

শিক্ষার্থীর দ্বারা স্কুলের সহকারী ও প্রধান শিক্ষক মারধরের পরে বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সেই নিমসার উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা পটকা-বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে।
এদিকে গত দু’দিনে শিক্ষকের উপর শিক্ষার্থীদের হামলায় আতঙ্কিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক জানান, স্কুল ছুটির পরপরই দশম শ্রেণির খালি কক্ষে বোমা বিস্ফোরণের বিকট শব্দ  পাই। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনার পরেই বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে সন্ধ্যায় জানান, খবর পেয়ে আমি বিদ্যালয়ে উপস্থিত হই। বিস্ফোরিত বস্তুর আলামত সংগ্রহ করেছি। বোমা নয় পটকা জাতীয় কিছু হবে। মূলত আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছি।
তিনি আরো জানান, বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা বসেছি। সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানাবো।
এদিকে গত সোমবার বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমির হোসেনের উপর হামলা, পরে মঙ্গলবার আবারো প্রধান শিক্ষক আবদুল হকের উপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়ের উপস্থিতির হার অনেক কমে গেছে।
বিদ্যালয়ে অধ্যয়নরত দুই ছাত্রীর অভিভাবক জানান, বিদ্যালয় হলো শিক্ষা গ্রহণের স্থান। ছাত্রদের হাতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আহত হওয়ার পর আবার ক্লাস রুমে বিস্ফোরণ ঘটলো। আমার দুই বোন এখন বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে, তারা এই বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে যেতে চাচ্ছে। প্রথম দিনের ঘটনার পর অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিলে পরবর্তী ঘটনাগুলি আর ঘটতো না।
উল্লেখ্য, ছাত্রীদের উত্ত্যক্ত করতে নিষেধ করায় স্কুলের বখাটে ছাত্ররা প্রধান শিক্ষকসহ দুইজনের উপর হামলা করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর