২১ মার্চ, ২০১৮ ২২:২৯

কুমিল্লায় ৬ বীর নারীকে অনুদান

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ৬ বীর নারীকে অনুদান

কুমিল্লার ৬ জন বীর নারীকে (বীরাঙ্গনা) গাভী কেনার অনুদান প্রদান করা হয়েছে। আজ কুমিল্লা জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক মো. আবুল ফজল মীর। অনুদান প্রাপ্ত বীর নারীরা হলেন মেঘনা উপজেলার সারতন বেগম, সদর দক্ষিণ উপজেলার ফুলবানু, বরুড়া উপজেলার মাঞ্জুমা বেগম, তিতাস উপজেলার শাহীনুর বেগম  এবং চৌদ্দগ্রাম উপজেলার আফিয়া খাতুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রসাশক (রাজস্ব) আসাদুজ্জামান, স্থানীয় সরকারে বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল, অনুদানদাতা সংগঠন চেষ্টার সভাপতি সেলিনা বেগম, সহ-সভাপতি রাফেয়া আবেদীন, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, সদস্য শাহীন সুলতানা ও ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী। 

প্রধান অতিথি বলেন, বীর কন্যাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। স্বাধীনতা এনে দেওয়ার জন্য নিজের সম্ভ্রম হারিয়েছেন। তাদের যথার্থ মূল্যায়নে আপ্রাণ চেষ্টা করা উচিত। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর