২২ মার্চ, ২০১৮ ১৪:২৬

তাড়াশে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সিরাজগঞ্জ প্রতিনিধি:

তাড়াশে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে গত তিন দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।  মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা সদরের তাড়াশ বাজার, সাহেব বাজার ও বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- তাড়াশ বাজার এলাকার শিশু সুপ্তি দাশ (৩), জাহাঙ্গির আলম (২১), রাকিবুল ইসলাম (২৩),  সাজেদুর রহমান (২৬), সাহেব বাজার এলাকার রুবেল হাসান (১০), ফাতেমা খাতুন (১৯), আঞ্জু আরা (২৫), খলিলুর রহমান (২৯) এবং  বিনসাড়া গ্রামের রহিমা থাতুন (১৭), হাফিজুর রহমান (২১), আব্দুর রশিদ (২৭) ও সোবাহান আলী (৩৫)। 

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় চরম বিপাকে পড়েছেন আক্রান্তরা। বাধ্য হয়ে বাইরের ওষুধের দোকান থেকে চরামূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে আক্রান্তদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, তিনদিন যাবত বেশ কিছু কুকুরে কামড়ানো রোগী এসেছিল। কিন্তু ভ্যাকসিন সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়নি। তবে জরুরি ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ভ্যাকসিনের সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর