২২ মার্চ, ২০১৮ ১৫:১৫

পঞ্চগড়ে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মান অর্জন করায় সারাদেশের মতো পঞ্চগড়ে ভিন্ন মাত্রার মোটর শোভাযাত্রা করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পাঁচ উপজেলা থেকে বর্ণিল সাজে সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে পঞ্চগড় সুগার মিল মাঠে এসে জড়ো হয়। সেখান থেকে শতাধিক মোটর যানের মোটর শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখানে আলোচনাসভা ও গ্রাম বাংলার লাঠিখেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল। এসময় পঞ্চগড়ের ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শিত হয়। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর