২২ মার্চ, ২০১৮ ১৬:৩৩

উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ; বগুড়ায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ; বগুড়ায় আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল ১০ টায় বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। 

শহরে শোভাযাত্রায় নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. শামসুল হক, অতি: পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, র‌্যাব ১২ বগুড়ার কর্মকর্তাসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সমাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সকল শ্রেণী পোশার মানুষ, স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

আজ জেলা সদর ছাড়াও পৃথকভাবে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মসুচি পালিত হয়। শহরের নারুলী উত্তরন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের উদ্যোগে সকাল ১১ টায় বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে ফুলবাড়ী বন্দর প্রদক্ষিন করে। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোকছেদুল আলম, সহ-প্রধান শিক্ষক কামরুল হাসান, প্রতিষ্ঠানের সদস্য তহসিন আলী, মামুন ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করেন। 

স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জন উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। ২৩ মার্চ সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ৪টি বিভাগে চিত্রাকংন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে সেমিনার। ঐদিন বিকাল ৩ টায় আলতাফুননেছা খেলার মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।  একইদিন সন্ধ্যায় সাড়ে ৬ টায় শহীদ খোকন পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর