২২ মার্চ, ২০১৮ ২২:০৬

দিনাজপুর বিএডিসি’র নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙ্গে আহত ৪

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বিএডিসি’র নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙ্গে আহত ৪

দিনাজপুর সদরের নশিপুরে বিএডিসি’র নির্মাণাধীন বীজ প্রক্রিয়াজাতকরণ এর গোডাউনের ছাদ ভেঙ্গে পড়েছে। এসময় নির্মাণ কাজের ৪জন শ্রমিক আহত হয়েছে। 

তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর সদরের নশিপুর স্কুল সংলগ্ন বিএডিসি’র নির্মানাধীন গোডাউনের ছাদ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে। 

জানা যায়, ৮ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার নশিপুরে ২ হাজার মেট্রিক টন বীজ ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার নির্মান কাজ চলছে। বৃহস্পতিবার ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ শাটারিং ভেঙ্গে পড়ে যায়। এ সময় ৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়।

স্থানীয়রা জানান, দুপুরে সবাই খাবারের বিরতিতে থাকার কারনে বড় ধরনের হতাহতের ঘটেনি। তবে কর্তব্যরত ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সাব ঠিকাদার হিসাবে সদর উপজেলার রানীগঞ্জ এলাকার জনৈক নুল আলম ও সাজ্জাদ কাজটি করছেন বলে স্থানীয়রা জানায়।

দিনাজপুর ফয়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান  জানান, কৃষি মন্ত্রনালয়ের অধিনে বিএডিসি‘র বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার নশিপুরে ২ হাজার মেট্রিক টন বীজ ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার নির্মান কাজ চলছে। বৃহস্পতিবার ছাদ ঢালাইয়ের সময় খাবার বিরতির সময় হঠাৎ ছাদ ভেঙ্গে পড়ে এতে ৪ জন শ্রমিক আহত হয়। 

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএডিসির যুগ্ম পরিচালক মোসাদ্দেক হোসেন রিংকু জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বিডিপ্রতিদিন/ ২২ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর