২২ মার্চ, ২০১৮ ২২:২৯

দিনাজপুরে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের বিরামপুরের ঘাসুড়িয়া সীমান্তে নারী শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার সীমান্তের মেইন পিলার ২৮৮/৫১সাব পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫), একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছাঃ নুর ফাতেমা (২৫), তার ছেলে ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং তার ১ বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার শ্রী রজনীকান্ত সরকার জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তে মেইন পিলার ২৮৮/৫১ এস পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যান্তরে কাছে ঘুরাঘুরি করার সময় বিজিবি’র সদস্যরা তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার নাগরীক বলে স্বীকার করে। 

২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটককৃতদের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।

বিডিপ্রতিদিন/ ২২ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর