২৩ মার্চ, ২০১৮ ১৬:২২
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কলারোয়া সীমান্তে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া সীমান্তে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক তিন বাংলাদেশি যুবককে বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আরবির সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রায়হান আহম্মেদ(২৫), বাগেরহাট জেলার শরণখোলা থানার ধানসাগর গ্রামের মোশারাফ হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার(১৯) ও মাদারীপুর সদর থানার নজরুল মাতব্বরের ছেলে আল আমিন মাতব্বর(১৯)।

কলারোয়া ৩৩/সি কাকডাঙ্গা ক্যাম্পের ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশি তিন যুবক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তারালী ক্যাম্পের বিএসএফ কমান্ডার কাকডাঙ্গা ক্যাম্পে পত্র মারফত পতাকা বৈঠকের আহব্বান জানান। তাদের আহবানে সাড়া দিয়ে শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আরবির নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় কাকডাঙ্গা ক্যাম্পের ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা (নং ২৫) দায়ের করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর