শিরোনাম
২৩ মার্চ, ২০১৮ ১৭:৫০

'নাগরিকের মানবিক উন্নতি না হলে প্রকৃত উন্নতি হয়না'

নিজস্ব প্রতিবেদক

'নাগরিকের মানবিক উন্নতি না হলে প্রকৃত উন্নতি হয়না'

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের নাগরিকের মানবিক উন্নতি না হলে প্রকৃত উন্নতি হয়না। ছেলে-মেয়েকে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে।

আজ তারাগঞ্জ স্কুল এন্ড কলেজের শতবর্ষ অনুষ্ঠনে মন্ত্রী এ কথা বলেন। এসময় সেখানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।

গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, একটা স্কুলের একশ বছর হওয়া প্রমাণ করে এই এলাকার মানুষ শিক্ষার প্রতি কতটা সোচ্চার ছিলেন। আর এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকে দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, সাকিব আল হাসান কিন্তু গোল্ডেন জিপিএ পায়নি, সংগীত শিল্পি মমতাজ সেরা ছাত্রী ছিলেন না। কিন্তু তারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই।


বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর