২৩ মার্চ, ২০১৮ ১৮:১৫

জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশেও নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। এর বাইরে যাবার কোন সুযোগ নেই। 

তিনি বলেন, নির্বাচনী খেলা হবে মাঠে। আর শেখ হাসিনা ছক্কা মেরে হ্যাট্রিক করবেন। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ২০১৮ সালের বিজয়ের মাস ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্বারা দেশ শাসন করবে তা জনগনকেই সিদ্বান্ত নিবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি ও  সাবেক এমপি চয়ন ইসলাম প্রমুখ। 

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর