২৪ মার্চ, ২০১৮ ০৫:১১

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ ৫

অনলাইন ডেস্ক

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ ৫

নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকার পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধ্যরাতে নিখোঁজদের উদ্ধারে অভিযান স্থগিত করেছে ডুবুরিরা। শনিবার সকাল ৮টায় আবারও উদ্ধার কাজ শুরু হবে বলে জানা গেছে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রুপসী ঘাট থেকে একটি নৌকা পূর্বপাড়ের উদ্দেশে রওনা দেয়। এসময় একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৪-১৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জন নিখোঁজ রয়েছেন, বাকিরা সাঁতরে ওপরে উঠেছেন। নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর