২৪ মার্চ, ২০১৮ ১৩:০৯

সিদ্ধিরগঞ্জে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ক কর্মশালা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ক কর্মশালা

সড়কে চলার সময় সচেতন হওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ সওজের উদ্যোগে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ করে উন্নয়নশীল দেশে উত্তীর্ণের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে নারায়ণগঞ্জ সওজ বিভাগ।   

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এ সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আসফিয়া সুলতানা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) গোলাম মোস্তফা, সওজের উপ-সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, ফিরোজ আলম, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন ভূইয়া প্রমুখ। 

কর্মশালায় বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়। এছাড়াও পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ নানা বিষয়াদী তুলে ধরা হয় এ কর্মশালায়।

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর