২৪ মার্চ, ২০১৮ ১৩:৪৪

ঠাকুরগাঁওয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে' শ্লোগানকে সামনে রেখে শনিবার এ কর্মসূচি পালিত হয়। 

দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগ, ন্যাটাব ও দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-ঠাকুরগাঁওয়ের যৌথ আয়োজনে সিভিল সার্জনের অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ডরমেন্টরিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে যক্ষ্মা রোগের কারণ ও প্রতিরোধে করণীয়সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মন্ডল প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. খায়রুল কবির, স্থানীয় টিবি হাসপাতালের কনসালটেন্ট ডা শুভেন্দু কুমার দেব নাথ, দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল মেডিকেল অফিসার দিজেন্দ্র নাথ রায়, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
 
এ কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্য সেবিকা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন।  

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর