২৪ মার্চ, ২০১৮ ১৪:২৬

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মাদারীপুরে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি:

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মাদারীপুরে মানববন্ধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ। শনিবার বেলা ১২টার দিকে শিবচর উপজেলার স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, চাকরি প্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফ, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাকিবুল হাসান সেলিমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্রগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরেরও বেশি। কিন্তু আমাদের দেশে প্রবেশের বয়সসীমা মাত্র ৩০ বছর। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা প্রয়োজন।


বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর