২৪ মার্চ, ২০১৮ ১৮:৪৩

'কোনো দল অংশগ্রহণ না করলেও যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে'

টাঙ্গাইল প্রতিনিধি

'কোনো দল অংশগ্রহণ না করলেও যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে'

বাংলাদেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি কোনো দল অংশগ্রহণ না করে তাহলেও যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটা শপথ নিয়ে এসেছে সংবিধান সমুন্নত রাখার। এ আলোকে যে ধরনের ব্যবস্থা সংবিধানে আছে সে ব্যবস্থার অধীনেই আগামী সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। 

শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত একদিনেই নির্বাচন করা আমাদের দায়িত্ব। 

এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ সুপার সনজিত কুমার রায়, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর