২৪ মার্চ, ২০১৮ ২০:৪০

মায়ের জমি বুঝিয়ে না দেওয়ায় মামাকে পিটিয়ে হত্যা

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মায়ের জমি বুঝিয়ে না দেওয়ায় মামাকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাগ্নের মারপিটে নিহত হয়েছেন মামা নুরুল হক মোড়ল(৫৬)। শনিবার বেলা ১২টার দিকে মধ্যম তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

পৈত্রিক সূত্রে পাওয়া মায়ের জমি বুঝিয়ে না দেওয়ায় দক্ষিণ তেলীগাতি গ্রামের বাইজিদ খানের ছেলে, নুরুল হকের ভাগ্নে মেহেদী হাসান সাইদ (২৫) মামা নুরুল হককে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুরুল হক। মৃত অবস্থায় নুরুল হককে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতের তালিকায় নাম ঠিকানা তুলে রাখেন। পরে মামার লাশ বাড়িতে পৌছে দিয়ে গা ঢাকা দেয় সাইদ।  

বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, বেলা পৌনে ২টার দিকে ভাগ্নে পরিচয়দানকারি এক ব্যাক্তি নুরুল হককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ওই সময় নুরুল হকের নাম ডেথ রেজিস্ট্রারে লিখে রাখা হয়।

থানার ওসি(তদন্ত) মো. আলমগীর কবির ও ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল হককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি স্ট্রোক বলে চালানোর চেষ্টা করেন তার ঘাতক ভাগনে সাইদ। থানা পুলিশ বিকেল ৫টায় নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী শাকিলা বেগম বলেন, জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে তর্কের এক পর্যায়ে ভাগ্নে সাইদ নুরুল হককে মারপিট শুরু করে। এতে ৩ সন্তানের পিতা নুরুল হক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় শাকিলা বেগম বদি হয়ে মামলা করবেন বলেও জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর