চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট থেকে এইচএসসি’র প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তনের প্রলোভন দিয়ে অর্থ আদায়ের সময় নুরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
অভিযুক্ত নুরুজ্জামানের বাড়ি ভোলাহাট উপজেলার বড় জামবাড়ীয়া গ্রামে। সে একই এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা সোমবার বিকেলে ভোলাহাট জামবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে নুরুজ্জামানকে আটক করে।
র্যাব জানিয়েছে, এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁস ও এসএসসি এবং এইচএসসি’র ফলাফল পরিবর্তনের প্রলোভন দিয়ে অর্থ নেয়ার অভিযোগে নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৮/ফারজানা