১৯ এপ্রিল, ২০১৮ ০২:৫৮

পাথরঘাটায় সাড়ে ৫ লাখ চিংড়ি রেণুসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় সাড়ে ৫ লাখ চিংড়ি রেণুসহ আটক ১

বরগুনার পাথরঘাটায় সাড়ে ৫ লাখ চিংড়ি মাছের রেণু অবমুক্ত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিষখালী নদীতে রেণু পোনা অবমুক্ত করেন উপজেলা নিবার্হী অফিসার মো. হুমায়ুন কবির।

এর আগে রাত ৯টার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর তীরে পাচারের সময় পাথরঘাটা কোস্টগার্ড ড্রামভর্তি সাড়ে ৫ লাখ পোনাসহ নুরুজ্জামান (৩০) নামে একজনকে আট করে। আটক নুরুজ্জামান বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রারচর গ্রামের মো. হযরত আলীর ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিষখালী নদীর তীরে সাড়ে ৫ লাখ চিংড়ি মাছের রেণু জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রেণু পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির জানান, আটক রেণু বহনকারি মো. নুরুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর