১৯ এপ্রিল, ২০১৮ ১৬:৩২

বাংলাদেশি ৮ নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশি ৮ নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় পুলিশের প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের নিকট ৮ নারী ও শিশুকে হস্তান্তর করে। 

এসময় শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন, উপ-পরিদর্শক রনি কুমার দাস, ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ৮ নারী ও শিশুকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। 
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। ভারত থেকে ফেরত আসল যারা, বগুড়ার ধুনটের শাপলা খাতুন, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নুরুন নেসা, জয়পুরহাট পাচঁবিবির রোজিনা খাতুন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেলিনা বেগম, কুড়িগ্রামের নাকেশ্বরীর জেসমিন খাতুন, ঢাকার গুলশানের খাদিজা খাতুন, খুলনার দৌলতপুরের সোহাগী খাতুন ও তার ছোট বোন আগরী খাতুন। তারা সকলে প্রায় ৫ থেকে ৬ বছর আগে পাচারকারীদের কবলে পড়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে ছিল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর