২০ এপ্রিল, ২০১৮ ১২:৪৩

পাথরঘাটায় ১০ লাখ চিংড়ি রেণু জব্দ, ৪ জেলেকে জরিমানা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় ১০ লাখ চিংড়ি রেণু জব্দ, ৪ জেলেকে জরিমানা

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর পাথরঘাটা খালের মোহনা থেকে ১০ লাখ চিংড়ি মাছের রেণুসহ ৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর রাতের দিকে চিংড়ি মাছের রেণুগুলো জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালতে ৬ জেলের মধ্যে ৪ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করে বাকি দু'জনের বয়স কম হওয়ায় ছেড়ে দেয়া হয়। এছাড়া মাছের রেণুগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করে দেন।

আটকৃতরা হলেন, মো. সিদ্দিক মাঝি (৩৮), নুর মোহাম্মাদ (৩৭), বেল্লাল (২৮), মো. মমিন (২০)। তাদের সকলের বাড়ি চরফ্যাসন উপজেলার চরআইতা গ্রামে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা খালের মোহনা থেকে ১০ লাখ চিংড়ি মাছের পোনাসহ ৪ জেলেকে আটক করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। পরে মাঝিকে ৫ হাজার ও অন্য ৩ জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে মাছগুলো পাথরঘাটা খালে আবমুক্ত করা হয়। 

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর