২০ এপ্রিল, ২০১৮ ২০:০৬

নাটোরের লালপুরে ইটভাটায় পুড়ছে ফসল!

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ইটভাটায় পুড়ছে ফসল!

নাটোরের লালপুরে যত্রতত্র গড়ে ওঠা ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে আম, জামসহ বিভিন্ন ফসল। সেই সাথে নষ্ট হচ্ছে বসত বাড়ির টিনের চালা। এসব ইটভাটা অপসারনের দাবিতে উপজেলার অমৃতপাড়াও মঞ্জিলপুকুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা বিভিন্ন ফসলি মাঠ ও আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠেছে অর্ধশতাধিক ইটভাটা। বিশেষ করে বিলমাড়িয়া, বিশ্বম্বরপুর, অমৃতপাড়া, মমিনপুর, মঞ্জিলপুকুর, মোহরকয়া, রহিমপুর, ধুষপাড়াসহ অন্তত ২০ গ্রামে এসব ইটভাটা এলাকায় আম, জাম, নারিকেল, কাঁঠালসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এলাকাবাসী এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এব্যাপারে যোগাযোগ করা হলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, ইতিমধ্যে বিলমাড়িয়া এলাকার একটি ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পেলে সবগুলো ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর