২০ এপ্রিল, ২০১৮ ২০:২৩

দিনাজপুরে প্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে প্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট

দিনাজপুরের বীরগঞ্জে হাস্কিং মিলের নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপি’র জগদল বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন দিয়া ট্রেডার্স হাস্কিং মিলে এ ঘটনা ঘটে।

মিলের মালিক মোঃ বায়েজিদ মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় একদল দুর্বৃত্ত মিলে প্রবেশ করে মো. তহিজ উদ্দিন এবং মো. করিম উদ্দিন নামে দুই নেশ্য প্রহরীকে জিম্মি করে। পরে তাদের হাত পা বেঁধে এক ঘরে আটকে রেখে মিলের গোডাইনে রক্ষিত ১১০ বস্তা জিরা (৩৪) জাতের ধান নিয়ে পালিয়ে যায়। শুক্রবার ভোরে জানতে পেরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ঘটনার পর শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, দিনাজপুর ডিবি পুলিশের এসআই মোঃ বজলুর রশিদ, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় প্রমুখ।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মোঃ দুলাল হক জানান, বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে পুলিশ মাঠে নেমেছে। থানায় এনে দুই নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশকিছু সূত্র নিয়ে কাজ শুরু করেছি। খুব দ্রুত সময়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হবে।

 

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর