২০ এপ্রিল, ২০১৮ ২১:১২

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮ জন বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮ জন বহিষ্কার

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জনের অর্থদণ্ডসহ মোট ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রের ৪ জনের অর্থদণ্ডসহ ৫ জনকে বহিস্কার করা হয়ে। শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা চলাকালিন নিষিদ্ধ মোবাইল ও হেড ফোন ব্যবহার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম এ দণ্ড প্রদান করেন। 

বহিষ্কৃত ৫ জনের মধ্যে ৪ জনকে ২০ হাজার করে মোট অাশি হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় বলে কেন্দ্র সচিব ও ঝালকাঠি সরকারি কলেজেল অধ্যক্ষ শাহ আলম মজুমদার নিশ্চিত করেছেন। 

এ ছাড়া সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ১ জন, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন ও ওহাব গাজী কিন্ডার গার্টেন কেন্দ্র থেকে এক জনকে কক্ষ পরিদর্শক বহিস্কার করেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

ডা. শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম জানান, হলে মোবাইল ফোন বা যে কোন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকলেও দণ্ডিতরা সেগুলো ব্যবহার করছিলেন। 


বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর