Bangladesh Pratidin

প্রকাশ : ২০ এপ্রিল, ২০১৮ ২১:১৭ অনলাইন ভার্সন
নাটোরে ১২ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের
নাটোর প্রতিনিধি
নাটোরে ১২ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের ১২ দিনেওখোঁজ মেলেনি নূরপুরমালঞ্চি হাফেজিয়া মাদ্রাসা ছাত্র সাগর শেখ (১৪) এর। সাগর উপজেলার যোগীপাড়া গ্রামের ফেলাল শেখের ছেলে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ছাত্রের মা আফরোজা বেগম।

জানা যায়, সাগর শেখ উপজেলার নূরপুরমালঞ্চি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘ আট মাস যাবৎ কোরআন শিক্ষা নিয়ে আসছিলো। গত ৮ এপ্রিল মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি আসে এবং ৯ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রাম চক তকিনগর খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলে রওনা হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পায় তার পরিবার। নিকটস্থ আত্মিয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে না পাওয়াই গত ১৫ এপ্রিল মাদ্রসা ছাত্র সাগরের মা আফরোজা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করে। ছাত্রের পরিবার জানান বাড়ি থেকে বেরহবার সময় তার পরনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং বাইসাইকেল ছিল।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

up-arrow