২১ এপ্রিল, ২০১৮ ১৩:৫৭

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়-লাঠি খেলা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়-লাঠি খেলা প্রতিযোগিতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পোস্ট অফিস হাট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও লাঠি খেলা প্রতিযোগিতা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে চাঁদপাশা বায়লাখালী যুব সস্প্রদায় আয়োজিত ঘোড় দৌড় ও লাঠি খেলা প্রতিযোগিতার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোটেক শেখ মো. টিপু সুলতান। 

হাট কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহ আলমের সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম মাস্টারের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ও চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ। 

প্রায় ৪০ বছর আগে ওই এলাকায় ঘৌড়া দৌড় এবং লাঠি খেলা প্রতিযোগীতার প্রচলন করেন স্থানীয়রা। সেই ধারাবাহিকতায় এবারের ঘোড় দৌড় ও লাঠি খেলা প্রতিযোগীতা উপভোগ করেন স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ। 

প্রতিযোগীতা শেষে জারীগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর