২১ এপ্রিল, ২০১৮ ১৬:৫৭

এইচএসসির ভুয়া প্রশ্ন ছড়িয়ে প্রতারণা, গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি

এইচএসসির ভুয়া প্রশ্ন ছড়িয়ে প্রতারণা, গ্রেফতার ১

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির নামে প্রতারণার অভিযোগে আশিকুর রহমান ওরফে সাগর নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৩ সদস্যরা। শনিবার ভোরে দিনাজপুর শহরের ২নং উপশহরের মহাজনপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আশিকুর রহমান ওরফে সাগর দিনাজপুর শহরের ২নং উপশহরের মহাজনপাড়ার মো. মজিবর রহমানের ছেলে। 

র‌্যাব-১৩ জানায়, শনিবার ভোর রাতে দিনাজপুর সদরের ২নং উপশহরস্থ মহাজন পাড়া রাস্তার উত্তর পার্শ্বে মো. মজিবুর রহমানের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত অভিযোগে মো. আশিকুর রহমান সাগরকে আটক করে র‌্যাব-১৩ সদস্যরা। আসামি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্য হিসেবে সে দায়িত্ব পালন করত। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ দিনাজপুর ইউনিট কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর