২১ এপ্রিল, ২০১৮ ১৭:১২

নেত্রকোনায় স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনায় স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

নেত্রকোনার কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল মাঠে এই শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দিনব্যাপী অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ এডভোকেট এম জুবেদ আলী। উদ্বোধনী শেষে স্কুল কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কৃষি মন্ত্রী বলেন, সরকার যদি দেশের শতবর্ষী স্কুলগুলোকে জাতীয়করণের সিদ্ধান্ত নেন তাহলে নেত্রকোনার নওয়াপাড়া স্কুলটির প্রস্তাবও আমি করবো। এছাড়া তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এজন্য শিক্ষায় ছেলে-মেয়ে এবং জাতীয় স্থানীয় পর্যায়ে সমান মেধা থাকতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, এমপি ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আওয়মীলীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব ফারুখ আহমেদ, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য আলমগীর হাসানসহ অন্যান্যরা। 

এর আগে সকালে নেত্রকোনায় পৌঁছে প্রথমেই মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দীন রুমি (রঃ) মাজার জিয়ারত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জিয়ারতে অংশগ্রহণ করেন।

এদিকে কেন্দুয়া মেইন সড়ক থেকে স্কুল পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী নেতারা দৃষ্টিনন্দন তোরণ নির্মান করেন। অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ৩০ টি তোরণ দিয়ে সড়কের জাঁকজমকতা বৃদ্ধি পায়। 

বিডিপ্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর