২১ এপ্রিল, ২০১৮ ২০:০৩

কৃষক-খেতমজুর সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি

কৃষক-খেতমজুর সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুরের পার্বতীপুরে কৃষক-খেতমজুর সমিতি হামিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী স্থানীয় পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ফ্রি ক্যাম্পে রোগী দেখেন বিভাগীয় প্রধান ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. হারুন-উর-রশিদ, এম.বি.বি.এস; এফ.সি.পি.এস (মেডিসিন)সহ স্থানীয় ৩ জন ডাক্তার। 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক নারী-পুরুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের ঢাকা মহানগরের সদস্য অনুপ কুমার, বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির জেলা সদস্য শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় ও জেলা সদস্য রাসেল আলম, ফুলবাড়ী সরকারি কলেজের আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির প্রমুখ। 

এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজিদুল হক, প্রধান শিক্ষক মো. আতার রহমান সরকারসহ শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর