শিরোনাম
২২ এপ্রিল, ২০১৮ ১৪:৩৭

ঝিনাইদহে বিশ্ব ধরিত্রী দিবস পালন

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব ধরিত্রী দিবস পালন

‘প্লাস্টিক দূষণের পরিসমাপ্তি; সুস্থ্য সুন্দর ধরিত্রী’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে বিম্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে।

নেটওয়ার্ক অন ক্লাইমেট রিজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি) ঝিনাইদহ জেলা কমিটির আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন সিডিপি’র এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, শেলটার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, এইড’র দোহা বক্স, উই এর শরিফা খাতুন, উইন্স এর নুরুন্নাহার কুসুম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার শাহিন আলম, ডাস এর আবুল কালাম আজাদ।

এছাড়া সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বক্তারা, মানবসৃষ্ট জলবাযু পরিবর্তনের কারণ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর