২২ এপ্রিল, ২০১৮ ২০:২৮

যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিড়ে গেল শিশুর হাত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিড়ে গেল শিশুর হাত

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় ৮ বছরের শিশু কন্যা সুমি খাতুনকে এক হাত ( বা হাত ) হারাতে হল। আজ দুপুরে শেরপুর উপজেলার ফুলতলা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস সুমি খাতুনকে ধাক্কা দেয়।  এসময় বাসের ধাক্কায় সুমির হাত ছিড়ে গিয়ে সে ক্ষতবিক্ষত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ৮ বছরের শিশু সুমিকে আহত অবস্থায় ভর্তি করা হয়। সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন। আহত সুমির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর