২৩ এপ্রিল, ২০১৮ ১৩:৩৪
নাশকতার মামলা

যশোর বিএনপির যুগ্ম সম্পাদক মিজান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিএনপির যুগ্ম সম্পাদক মিজান কারাগারে

নাশকতার পরিকল্পনার মামলায় যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মিজানকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। 

সোমবার সকালে তিনি যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আমিনুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ২০১৫ সালে যশোর কোতোয়ালি থানার এসআই আলী আকবর মামলাটি দায়ের করেছিলেন (মামলা নম্বর ৮০, ১৯/১১/১৫)। 

মামলার বিবরণে বলা হয়, বিরোধী দলের হরতালকে সফল করতে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ২০১৫ সালের ১৯ নভেম্বর যশোর শহরের কাঠেরপুল এলাকায় সশস্ত্র মিছিল করছিল-এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার বিএনপির সভাপতি মো. নূরুন্নবীসহ চারজনকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি পেট্রোল বোমা, ১০টি বাঁশের লাঠি ও ১০ জোড়া পুরনো স্যান্ডেল উদ্ধার করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদের পর ওই চারজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক বহণের দায়ে মামলাটি দায়ের করা হয় বলে মামলার বিবরণে বলা হয়েছে। মিজানুর রহমান খান এ মামলার ৬ নম্বর আসামি। 

বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর