২৩ এপ্রিল, ২০১৮ ২২:২৫

পাহাড় ধস রোধে সচেতনতামূলক কর্মশালা

লামা (বান্দরবান) প্রতিনিধি

পাহাড় ধস রোধে সচেতনতামূলক কর্মশালা

বান্দরবানের লামায় পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পাহাড় ধস রোধে করণীয় এবং প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি তংচঙ্গ্যা, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন ও লামা থানা প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক ইকবাল মনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশিদ, থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মামুন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর বর্ষাকালে পাহাড় ধসে ব্যাপক জানমালের ক্ষতি সাধিত হয়। নির্বিচারে বন উজাড় করে তামাক চুল্লী নির্মাণ ও ইটভাটিতে কাঠ পোড়ানো, পাহাড়ের মাটি কেটে ইট তৈরি, ঝিরি, নদী, খাল ও ঝর্ণার পাথর আহরণ এবং বালু লুটপাটের ফলে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। সরকার কঠোর হস্তক্ষেপের মাধ্যমে এসব লুটপাট বন্ধ না করলে পাহাড়ে বসবাস চরম হুমকির মুখে পড়বে।

বর্ষায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত সবাইকে সরিয়ে নিতে কর্মশালায় তাগিদ দেয়া হয়। 

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর