২৪ এপ্রিল, ২০১৮ ১২:৫৯

ফরিদপুরে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রাম আদালত সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক-এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইডের জেলা কো-অডিনেটর আমিরুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম, ফজলুল হাদী সাব্বির, সুরেশ চন্দ্র হালদার, আসমা আক্তার মুক্তা প্রমুখ। 

কর্মশালা থেকে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্বাবধানে ইউএনডিপি বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরী সহায়তায় দেশের ২৭টি জেলার ১২৮টি উপজেলার ১ হাজার ৮০টি ইউনিয়ন পরিষদে ৪ বছর মেয়াদী ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকর্পের আওতায় জেলা প্রশাসনের তত্বাবধানে জেলার ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী এ কর্মশালায় সরকারী, বে-সরকারী বিভিন্ন দফতরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিডিপ্রতিদিন/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর