২৪ এপ্রিল, ২০১৮ ১৪:৪৬

কলারোয়া সীমান্তে তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কলারোয়া সীমান্তে তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার সকালে উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

তারা হলেন, যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের বায়েজিদ শিকদারের স্ত্রী মোছাঃ রেহেনা বেগম (৩৫), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার চাপলবাঘা গ্রামের বাবলু কুমার ঘোষের ছেলে বিপুল ঘোষ (৩০) ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাদাকাটি গ্রামের ভগিরত মন্ডলের স্ত্রী জোছনা মন্ডল (৪০)।

কলারোয়া ৩৩/সি কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক হানিফ হোসেন জানান, তিনজন বাংলাদেশী নাগরিক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তারালী ক্যাম্পের বিএসএফ কমান্ডার কাকডাঙ্গা ক্যাম্পে পত্র মারফত পতাকা বৈঠকের আহব্বান জানান। তাদের আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক হানিফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৪১(৪)১৮। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর